About Us

EXPORT IMPORT সহজ পাঠ পশ্চিমবঙ্গের একমাত্র প্রশিক্ষণ কেন্দ্র যেখানে এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা সংক্রান্ত সমস্ত কৌশল এবং তথ্য সম্পূর্ন সহজ সরল বাংলা ভাষায় প্র্যাকটিকাল ভাবে প্রশিক্ষণ প্রদান করা হয় । প্রশিক্ষকগন সকলেই অভিজ্ঞ বাঙালী এক্সপোর্টার (রপ্তানিকারক) এবং বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ আধিকারিক । EXPORT IMPORT সহজ পাঠ শধুমাত্র প্রশিক্ষণই প্রদান করে না , প্রশিক্ষণের শেষে ব্যবসা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য লাইফ টাইম সাপোর্টও প্রদান করে ।

EXPORT IMPORT সহজ পাঠ কখনোই বড় বড় স্বপ্ন দেখায় না বাস্তবে EXPORT এবং IMPORT কত সহজ এবং সরল পদ্ধতি অবলম্বন করে বাস্তবায়িত করা যায় তার পথ দেখায় | EXPORT IMPORT সহজ পাঠ আপনার জীবন বদলানোর প্লাটফর্ম | আজ বহু মানুষ স্বপ্ন দেখেন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠা করতে , কিন্তু সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ নির্দেশিকা এবং অবশ্যই যথাযথ উৎসাহের অভাবে তাদের সেই স্বপ্ন আর বাস্তবায়িত হয় না , তাই নিজেকে হতাশার মধ্যে ডুবিয়ে না রেখে এবং বিন্দুমাত্র সময় অপচয় না করে এক্ষুনি যুক্ত হোন EXPORT IMPORT সহজ পাঠ – এর প্রশিক্ষণ কোর্সে| নিজেকে সাবলম্বী করে তুলুন এবং অবিলম্বেই হয়ে যান একজন সফল EXPORTER | EXPORT IMPORT সহজ পাঠ একমাত্র প্রশিক্ষণ কেন্দ্র যারা আপনাকে প্রশিক্ষিত করে সমম্পূর্ণ হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে এবং EXPORT IMPORT সহজ পাঠ আপনাকে আজীবন ব্যবসায়িক সহায়তা প্রদানে সদা প্রস্তুত থাকে |